
নিউজ ডেস্ক, বাঁকুড়াঃ বিশালাকার এক সাপের দেখা মিলতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় বাঁকুড়ার খাতড়া থানার মুড়াগ্রাম এলাকায়। মঙ্গলবার রাত্রে খাতড়া থেকে আড়কামা যাতায়াতের রাস্তায় মুড়াগ্রাম ঢোকার মুখে সাপটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
বিশালাকার এই সাপটি ইন্ডিয়ান রক পাইথন নামে পরিচিত । যাকে চলতি কথায় বলা হয় ময়াল সাপ। এই সাপ পৃথিবীর অন্যতম বৃহত্তম আদিম সাপ। এদের বিষ থাকে না। এরা শিকারকে জোরে পেঁচিয়ে তার দম বন্ধ করে সাধারণত মাথার দিক থেকে আস্ত গিলে খাওয়া শুরু করে। শিকার হজম করতে তাদের কয়েকদিন সময় লাগে। এরা মৃত প্রাণী খায় না। মঙ্গলবার রাত্রে হঠাৎ পরে সেটি প্রায় ৩০ ফুট উঁচু একটি গাছে উঠে যায়। ঘটনায় গ্রামবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের গ্রাম থেকেও ভিড় জমে যায় সাপটিকে এক নজর দেখার জন্য। সাপটি উদ্ধারের জন্য খবর দেওয়া হয় খাতড়া বনদপ্তরে। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে সাপটি গাছে উঠে থাকার কারণে উদ্ধারকাজে বেগ পেতে হয় তাঁদের। চারপাশে ভিড় ও কোলাহলের মধ্যেই শেষ পর্যন্ত গাছ কেটে সাপটিকে নামিয়ে আনেন স্থানীয় বাসিন্দা সহ বনকর্মীরা। পরে সাপটি সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সাপটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন প্রায় ২০ কেজি। এলাকাবাসীরা জানিয়েছেন, ছোটখাটো সাপ মাঝেমধ্যেই দেখা গেলেও এত বড় সাপ এর আগে তাঁরা দেখেন নি। বনদপ্তর সূত্রে জানা গেছে, বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণের পর সাপটিকে রাতেই গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।