
নিউজ ডেস্ক, বাঁকুড়াঃ মঙ্গলবার সকালে ভয়াবহ বাস দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সকাল সাড়ে ন'টা নাগাদ বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কে বনগ্রামের কাছে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে একটি বাস রাস্তার পাশে উল্টে যায়। বাসের ড্রাইভার সহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। একটি বাসের চালক স্টিয়ারিং-এর সাথে আটকে গুরুতর জখম হলে গ্যাসকাটার দিয়ে কেটে তাঁকে উদ্ধার করা হয় বলে খবর। আহতদের স্থানীয় বেলিয়াতোড় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কয়েকজনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল নিয়ন্ত্রণে আনে।।