
দেবাশিস মৌলিক, বাঁকুড়াঃ সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন আয়োজিত অষ্টম রাষ্ট্রীয় পোষণ মাস এবং স্বস্থ নারী ও সশক্ত পরিবার অনুষ্ঠান উদযাপিত হল শুক্রবার।
বাঁকুড়ার খাতড়া ব্লকের গোড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার, সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রমা মন্ডল, গোড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান বুলু সিং সর্দার, উপপ্রধান অর্পণ সাহু সহ শতাধিক উপভোক্তা মা, গর্ভবতী মা ও শিশুরা।
পোষণ মাসে প্রকল্পগুলির সম্বন্ধে গর্ভবতী মায়েদের সহ মানুষজনকে সচেতন করা হয়। একইসঙ্গে টীকাদান ও স্বাস্থ্য সম্পর্কিত ক্যুইজ প্রতিযোগিতাতেও অংশ নেয় উপভোক্তারা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডাঃ সুভাষ সরকার উপস্থিত মায়েদের , প্রধানমন্ত্রীর দেওয়া প্রকল্প স্বস্থ নারী ও সশক্ত পরিবার অনুসারে সকলে তাদের শাশুড়ি মা সহকারে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার কথা বলেন। সেখানে গিয়ে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, মুখ গহবর এর ক্যানসার, স্তনের ক্যান্সার এবং জরায়ুর মুখের বা সারভাইকাল ক্যান্সার আছে কিনা তার পরীক্ষা করানোর অনুরোধ জানান।।