
দেবাশিস মৌলিক, বাঁকুড়াঃ 'Entire to Learn, Exit to Serve' এটাই সাফল্যের একমাত্র মূলমন্ত্র । এই কথাটাই বিশ্বাস করেন বাঁকুড়ার ইন্দ্রনীল। আর সেই বিশ্বাস নিয়েই উজ্জীবিত করেন ছাত্রছাত্রীদের। শিক্ষার্থীদের প্রতি তাঁর গভীর ভালোবাসাই তাঁকে উচ্চ সম্মানের অধিকারী করেছে। আর মাত্র কয়েকটি ঘন্টা পরেই ইন্দ্রনীল মুখোমুখি হবেন এক স্বপ্নময় মুহূর্তে। যা তাঁকে অর্জন করতে হয়েছে। শুক্রবার ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের এক আনন্দঘন অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে বরেণ্য 'জাতীয় শিক্ষক'-এর সম্মাননা গ্রহণ করবেন বাঁকুড়ার ইন্দ্রনীল মুখোপাধ্যায়। সেই শুভ মুহুর্তের কথা ভেবেই আবেগে ভাসছে ইন্দ্রনীলের পরিবার,বন্ধু,স্বজন সহকর্মী সহ দুই জেলা।
ইন্দ্রনীল মুখোপাধ্যায় দুর্গাপুর গভর্নমেন্ট আই.টি.আই-এর শিক্ষকরূপে যুক্ত রয়েছেন বিগত ষোলো বছর। তাঁর নিষ্ঠা, উদ্ভাবনী ভাবনায় শিক্ষাদান পদ্ধতি, তাঁর কর্মজীবনে, শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছে। তাঁর কর্মক্ষেত্র দুর্গাপুর আই.টি.আই-তে তাঁর তত্ত্বাবধানে বহু শিক্ষার্থী কারিগরি শিক্ষায় পারদর্শী হয়ে নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হয়েছেন। তাঁর প্রশিক্ষণে ছাত্রছাত্রীরা শুধু পুঁথিগত বিদ্যা অর্জন করেন নি, বরং হাতে-কলমে কাজ শিখে সরকারি বেসরকারি ক্ষেত্রে কর্মজীবনে সফল হয়ে উঠেছেন।
শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে তিনি সবসময়ই সচেষ্ট থেকেছেন। শ্রেণীকক্ষের বাইরেও তিনি বিভিন্ন সহ-পাঠক্রমিক কার্যক্রমে শিক্ষার্থীদের উৎসাহিত করেছেন, যা তাদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা করেছে। তাঁর নিরলস প্রচেষ্টা এবং শিক্ষাদানের প্রতি তাঁর অঙ্গীকার প্রশংসার দাবি রাখে।
বাঁকুড়া জেলার শিক্ষাব্যবস্থায় ইন্দ্রনীল মুখোপাধ্যায়ের এই স্বীকৃতি এক নতুন দিগন্ত উন্মোচন করবে । তাঁর এই অর্জন অন্যান্য শিক্ষকদেরও অনুপ্রাণিত করবে এবং শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সম্মান শুধু ইন্দ্রনীল মুখোপাধ্যায়কেই নয়, সমগ্র বাঁকুড়া জেলা এবং দুর্গাপুর আই.টি.আই-কেও গৌরবান্বিত করেছে।।