
নিউজ ডেস্ক, বাঁকুড়াঃ গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বাঁকুড়া আবগারী দপ্তরের ছাতনা সার্কেলের আধিকারিক সহ ছাতনা থানার পুলিশ ছাতনা ব্লক এলাকার ধবন গ্রাম পঞ্চায়েতের কেন্দবেদিয়া গ্রামে বেআইনি মদ তৈরির কারখানায় আকস্মিক অভিযান চালায়।
অপারেশন টিমের যৌথ অভিযানে প্রায় ১৩৫ লিটার অবৈধ আইডি মদ এবং ১৫০০ লিটার এফ-ওয়াশ বাজেয়াপ্ত ও ধ্বংস করা হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে।।