
নিউজ ডেস্ক, বাঁকুড়াঃ মহা ধূমধামে প্রকাশিত হল রাঢ় নবচেতনা পত্রিকার শারদ সংখ্যা। বাঁকুড়া সদর শহরের কাটজুড়িডাঙা রাঢ় একাডেমি ভবনে এই অনুষ্ঠানে হাজির ছিলেন বিশিষ্টজনেরা। শারদ সংখ্যার মোড়ক উন্মোচন করেন অধ্যাপক দেবব্রত দত্ত, ডাঃ অমিতাভ চট্টরাজ, বিপ্লব গঙ্গোপাধ্যায় ও প্রণব কুমার মাইতি ।
রাঢ় নবচেতনা পত্রিকার সম্পাদক তথা প্রাবন্ধিক গল্পকার অতনু চট্টোপাধ্যায় জানিয়েছেন, সারাদিনের এই অনুষ্ঠানটিকে তিনটি পর্যায়ে ভাগ করে নেওয়া হয়। প্রথম পর্যায়ে অধ্যাপক দেবব্রত দত্ত, ডাঃ অমিতাভ চট্টরাজ, কেতকী পত্রিকার সম্পাদক বিপ্লব গঙ্গোপাধ্যায় ও পত্রিকা সম্পাদক ও ডেবরা কলেজের অধ্যাপক মাননীয় প্রনব কুমার মাইতি বর্তমান সময়কালে সাহিত্য সংস্কৃতি বিষয়ক নানান আলোচনা করেন । বাঁকুড়া জেলার সাহিত্য ও বর্তমান প্রজন্মের লেখার প্রতি অনীহা নিয়ে বক্তব্য রাখেন ডাঃ অমিতাভ চট্টরাজ।
দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানের সূচনা হয় সঙ্গীতের মধ্য দিয়ে। সঙ্গীত পরিবেশন করেন মাম্পি দাস।পরে বক্তব্য রাখেন অধ্যাপক অরবিন্দ চট্টোপাধ্যায়, কবি শঙ্কর দত্ত , গবেষক সুকুমার বন্দ্যোপাধ্যায় ও সন্তোষ ডট্টাচার্য। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জীবনকৃতি সম্মাননা প্রদান করা হয় লোক গবেষক ধীরেন্দ্রনাথ কর, প্রাবন্ধিক নিতাই নাগ ও প্রাবন্ধিক অনিল বরণ বন্দ্যোপাধ্যায়কে।।