
রেডিও সিটি বাংলা নিউজ ডেস্ক, বাঁকুড়াঃ এবার ড্রোন উড়িয়ে অবৈধ পোস্ত চাষের খোঁজ চালালো বাঁকুড়া জেলা আবগারি দপ্তর। বাঁকুড়া জেলার দামোদর নদ পার্শ্ববর্তী মানাচর এলাকায় তল্লাশি চালিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে বিঘার পর বিঘা পোস্তর ক্ষেত।
পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া এই দুই জেলার মাঝখান দিয়ে বয়ে চলেছে দামোদর নদ। দামোদর পার্শ্ববর্তী মেজিয়া, বড়জোড়া ও সোনামুখি এই তিন ব্লক এলাকার বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে বালির চর। সেই চরেই বিগত কয়েক দশক ধরে অবৈধ ভাবে পোস্ত চাষের আড়ালে চলছে আফিম চাষ।
অবৈধ পোস্ত চাষ রুখতে রাজ্য সরকারের আবগারি দপ্তরের পক্ষ থেকে নানান উদ্যোগ নেওয়া হয়েছে। আবগারি দপ্তর, জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে বলে জানান বাঁকুড়া জেলা আবগারি দপ্তরের সুপারিন্টেন্ডেন্ট শুভঙ্কর মণ্ডল । তিনি বলেন, সম্প্রতি জেলার বড়জোড়া থানার দামোদর নদের মানাচর এলাকায় ড্রোন উড়িয়ে অবৈধ পোস্ত চাষ চলছে কি না তা খতিয়ে দেখা হয়েছে । ট্রাক্টর দিয়ে নষ্ট করে ফেলা হয়েছে পোস্তর গাছও। সেই সঙ্গে পুলিশ ও আবগারি দপ্তরের কর্মী ও আধিকারিকরা যৌথভাবে স্পিড বোটে চেপে দামোদর নদের বিস্তীর্ণ অঞ্চলে টহলদারি চালিয়েছে।
বেআইনি আফিম চাষ বন্ধ করতে ধারাবাহিকভাবে কড়া নজরদারি চলবে বলেও জানিয়েছেন বাঁকুড়া জেলা আবগারি দপ্তরের সুপারিন্টেন্ডেন্ট শুভঙ্কর মণ্ডল।।