
নিউজ ডেস্কঃ হঠাৎই দাউ দাউ করে জ্বলে উঠল ছুটে চলা একটি চারচাকার ছোটো গাড়ি। ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আকস্মিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ১৯ নম্বর জাতীয় সড়কের উপর দুর্গাপুর মেনগেট এলাকার কাদারোডে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। ঘটনাস্থলে হাজির হয় দুর্গাপুর থানার পুলিশও।
জানা গিয়েছে, সার্ভিসিং করানোর জন্য দুর্গাপুর থেকে আসানসোল অভিমুখে নিয়ে যাওয়ার সময় চারচাকার গাড়িটিতে আগুন লেগে যায়। আগুনের তীব্রতায় গাড়িটির সামনের অংশ পুড়ে যায়। দমকল কর্মীদের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। গাড়ির শর্ট সার্কিট থেকেই এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন দমকল আধিকারিক রাজীব ঘটক। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।।