
রেডিও সিটি বাংলা নিউজ ডেস্ক, বাঁকুড়াঃ চলতি বছরে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্যদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে সোমবার। জেলায় বাড়ল পরীক্ষার্থীর সংখ্যাও। বাঁকুড়া জেলার বাঁকুড়া সদর, খাতড়া ও বিষ্ণুপুর এই তিন মহকুমায় ১১৫ টি পরীক্ষা কেন্দ্রে মোট ৪৮ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে ২০২৫ বর্ষে। এর মধ্যে ছাত্র ২১ হাজার ৯৪৫ জন ও ছাত্রী ২৬ হাজার ৫৩১ জন। গতবারের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা ২৩৯৩ জন বেড়েছে বলে জানিয়েছেন বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শক পীযূষ কান্তি বেরা। সুষ্ঠ ভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে শিক্ষা দপ্তর। প্রতিটি কেন্দ্রের কক্ষে থাকছে সিসি ক্যামেরার ব্যবস্থা।
জঙ্গল লাগোয়া এলাকায় বন দপ্তরের কর্মীদের কড়া নিরাপত্তার নির্দেশ দেওয়া হয়েছে। বনদপ্তরের টহলদার গাড়ি জঙ্গলপথে পাহাড়ার কাজে ব্যবহার করা হবে। যে জঙ্গল পথে হাতি রয়েছে সেখানে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
একই সঙ্গে পরীক্ষা শেষ হওয়ার পর বাড়ি ফেরার জন্য একই রকম ব্যবস্থা থাকছে। এজন্য বনদপ্তর এবং প্রশাসনের সঙ্গে বৈঠক করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয় পরিদর্শক।
দক্ষিণ বাঁকুড়ার প্রত্যন্ত অঞ্চলে ঝিলিমিলি থেকে রাণীবাঁধ পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাসেরও ব্যবস্থা করা হয়েছে।।